পবিত্র মাহে রমজানে রহমতের ১০ দিনের আমল ও ফজিলত 2024

রহমতের ১০ দিনের আমল

আপনারা কি পবিত্র মাহে রমজানে রহমতের দশ দিনের আমল ও ফজিলত সম্পর্কে জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় প্রবেশ করেছেন। আজকের এই আলোচনায় আমরা রহমতের রোজার প্রথম ১০ দিনের আমল অর্থাৎ রহমতের ১০ দিনের দোয়া সম্পর্কে আলোচনা করব। ২০২৪ সালের রোজার সময়সূচি

তাই রোজার এই ১০ দিনের রোজার দোয়া সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই পোস্টটি ধৈর্য সহকারে পড়ুন।

রহমতের ১০ দিনের আমল

শুরু হয়ে গেল মহা বরকতময় রমজান মাস। এই মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলমান গণ রোজা রাখে। রমজানের প্রথম ১০দিন হলো রহমতের, পরের ১০ দিন হলো মাগফিরাতের এবং শেষ ১০ দিন হলো নাজাতের। এদের আলাদা আলাদা আমল রয়েছে।

মূলত রমজান মাস হলো প্রশিক্ষণের মাস। আল্লাহ তার বান্দাদের তার গুনে গুণান্বিত হবার জন্য প্রশিক্ষণ দেন। অর্থাৎ তিনি চান তার বান্দা নিজের গুণাবলি অর্জন করে সেই গুণে গুণান্বিত হোক। এ সম্পর্কে মহানবী (সঃ) বলেছেন, তোমরা আল্লাহর গুনে গুণাণ্বিত হও।

এখন প্রশ্ন হলো আল্লাহর গুন কি ? এর উত্তর হলো আল্লাহর ৯৯ টি গুবাচক নামকে বুঝানো হয়েছে। এ সম্পর্কে মহানবী (সঃ) বলেছেন, তোমরা যারা আল্লাহর ৯৯ টি গুবাচক নাম আত্মস্থ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে।
আল্লাহ কোরআনে বলেছেন,‘হে ইমানদারগণ! তোমারদের প্রতি রোজা ফরজ করা হয়েছে,যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।

রোজার রহমতের ১০ দিনের দোয়া

মূলত রমজানের প্রথম ১০ দিনের মধ্যে আল্লাহ তায়ালা মুমিন বান্দাদের রহমত ও দোয়া বন্টন করে থাকেন। এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই মাসে আল্লাহ তা’আলা শয়তানকে লোহার শিকল দ্বারা বন্দি করেন। এই মাসে জান্নাতের দরজা খুলে যান এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন এর মাধ্যমে আমরা আল্লাহর রহমত সম্পর্কে বুঝতে পারি।

রহমতের দশ দিন আমরা নিম্নলিখিত দোয়াটি বেশি বেশি করে পড়তে পারি।

আরবিতে :- وَقُل رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

বাংলা: হে আমার রব! ক্ষমা করুন ও দয়া করুন, আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। দলিল:- (আল কোরআন,সুরা মুমিনুন ১১৮)

রোজার প্রথম ১০ দিনের আমল

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম রমজান মাসে এই দোয়াগুলো পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআামি’ গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে। দোয়া গুলোর নিচে দেওয়া হল

১ম রোজার দোয়া

আরবিতে :- الیوم الاوّل : اَللّـهُمَّ اجْعَلْ صِیامی فیهِ صِیامَ الصّائِمینَ، وَقِیامی فیهِ قیامَ الْقائِمینَ، وَنَبِّهْنی فیهِ عَنْ نَوْمَةِ الْغافِلینَ، وَهَبْ لى جُرْمی فیهِ یا اِلـهَ الْعالَمینَ، وَاعْفُ عَنّی یا عافِیاً عَنْ الْمجْرِمینَ .

বাংলা: হে আল্লাহ! আজকের রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ কর। প্রকৃত নামাজীদের নামাজ হিসেবে আমার নামাজকে কবুল কর । গাফিলতির ঘুম থেকে আমাকে জাগিয়ে তোলো । হে জগত সমূহের প্রতিপালক! এদিনে আমার সব গুনাহ মাফ করে দাও। আমার যাবতীয় অপরাধ ক্ষমা করে দাও । হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী।

২য় রোজার দোয়া

আরবিতে :- الیوم الثّانی : اَللّـهُمَّ قَرِّبْنی فیهِ اِلى مَرْضاتِکَ، وَجَنِّبْنی فیهِ مِنْ سَخَطِکَ وَنَقِماتِکَ، وَوَفِّقْنی فیهِ لِقِرآءَةِ ایـاتِکَ بِرَحْمَتِکَ یا اَرْحَمَ الرّاحِمینَ .

বাংলা: হে আল্লাহ! তোমার রহমতের উসিলায় আজ আমাকে তোমার সন্তুষ্টির কাছাকাছি পৌঁছে দাও। দূরে সরিয়ে দাও তোমার ক্রোধ আর গজব থেকে । তোমার পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করার আমাকে তৌফিক দাও। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়।

৩য় রোজার দোয়া

আরবিতে :- الیوم الثّالث : اَللّـهُمَّ ارْزُقْنی فیهِ الذِّهْنَ وَالتَّنْبیهَ، وَباعِدْنی فیهِ مِنَ السَّفاهَةِ وَالَّتمْویهِ، وَاجْعَلْ لى نَصیباً مِنْ کُلِّ خَیْر تُنْزِلُ فیهِ، بِجُودِکَ یا اَجْوَدَ الاْجْوَدینَ.

বাংলা: হে আল্লাহ! আজকে আমাকে সচেতনতা ও বিচক্ষণতা দান কর। অজ্ঞতা, নির্বুদ্ধিতা ও ভ্রান্ত কাজ-কর্ম থেকে আমাকে দূরে রাখ । এ দিনে যত ধরণের কল্যাণ দান করবে তার প্রত্যেকটি থেকে তোমার দয়ার উসিলায় আমাকে উপকৃত কর। হে দানশীলদের মধ্যে সর্বোত্তম দানশীল।

৪র্থ রোজার দোয়া

আরবিতে :- الیوم الرّابع : اَللّـهُمَّ قَوِّنی فیهِ عَلى اِقامَةِ اَمْرِکَ، وَاَذِقْنی فیهِ حَلاوَةَ ذِکْرِکَ، وَاَوْزِعْنی فیهِ لاِداءِ شُکْرِکَ بِکَرَمِکَ، وَاحْفَظْنی فیهِ بِحِفْظِکَ وَسَتْرِکَ، یا اَبْصَرَ النّاظِرینَ .

বাংলা: হে আল্লাহ; এ দিনে আমাকে তোমার নির্দেশ পালনের শক্তি দাও। তোমার জিকিরের মাধুর্য আমাকে আস্বাদন করাও। তোমার অপার করুণার মাধ্যমে আমাকে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য প্রস্তুত কর । হে দৃষ্টিমানদের মধ্যে সেরা দৃষ্টিমান। আমাকে এ দিনে তোমার আশ্রয় ও হেফাজতে রক্ষা কর।

৫ম রোজার দোয়া

আরবিতে :- الیوم الخامس : اَللّـهُمَّ اجْعَلْنی فیهِ مِنْ الْمُسْتَغْفِرینَ، وَاجْعَلْنی فیهِ مِنْ عِبادِکَ الصّالِحینَ اْلقانِتینَ، وَاجْعَلنی فیهِ مِنْ اَوْلِیائِکَ الْمُقَرَّبینَ، بِرَأْفَتِکَ یا اَرْحَمَ الرّاحِمینَ .

বাংলা: হে আল্লাহ; এই দিনে আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভুক্ত কর। আমাকে শামিল কর তোমার সৎ ও অনুগত বান্দাদের কাতারে । হে আল্লাহ ! আমাকে তোমার নৈকট্যলাভকারী বন্ধু হিসেবে গ্রহণ কর। হে দয়াবানদের মধ্যে সেরা দয়াবান।

৬ষ্ঠ রোজার দোয়া

আরবিতে :- الیوم السّادس : اَللّـهُمَّ لا تَخْذُلْنی فیهِ لِتَعَرُّضِ مَعْصِیَتِکَ، وَلاتَضْرِبْنی بِسِیاطِ نَقِمَتِکَ، وَزَحْزِحْنی فیهِ مِنْ مُوجِباتِ سَخَطِکَ، بِمَنِّکَ وَاَیادیکَ یا مُنْتَهى رَغْبَةِ الرّاغِبینَ .

বাংলা: হে আল্লাহ; তোমার নির্দেশ অমান্য করার কারণে এ দিনে আমায় লাঞ্ছিত ও অপদস্থ করোনা । তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিও না। সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আমাকে দূরে রাখো । হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস।

৭ম রোজার দোয়া

আরবিতে :- الیوم السّابع : اَللّـهُمَّ اَعِنّی فِیهِ عَلى صِیامِهِ وَقِیامِهِ، وَجَنِّبْنی فیهِ مِنْ هَفَواتِهِ وَآثامِهِ، وَارْزُقْنی فیهِ ذِکْرَکَ بِدَوامِهِ، بِتَوْفیقِکَ یا هادِیَ الْمُضِلّینَ .

বাংলা: হে আল্লাহ; এ দিনে আমাকে রোজা পালন ও নামাজ কায়েমে সাহায্য কর । আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো । তোমার তৌফিক ও শক্তিতে সবসময় আমাকে তোমার স্মরণে থাকার সুযোগ দাও । হে পথ হারাদের পথ প্রদর্শনকারী।

৮ম রোজার দোয়া

আরবিতে :- الیوم الثّامن : اَللّـهُمَّ ارْزُقْنی فیهِ رَحْمَةَ الاَْیْتامِ، وَاِطْعامَ اَلطَّعامِ، وَاِفْشاءَ السَّلامِ، وَصُحْبَةَ الْکِرامِ، بِطَولِکَ یا مَلْجَاَ الاْمِلینَ .

বাংলা: হে আল্লাহ; তোমার উদারতার উসিলায় এ দিনে আমাকে এতিমদের প্রতি দয়া করার, ক্ষুধার্তদের খাদ্য দান করার, শান্তি প্রতিষ্ঠা করার ও সৎ ব্যক্তিদের সাহায্য লাভ করার তৌফিক দাও। হে আকাঙ্খাকারীদের আশ্রয়স্থল।

৯ম রোজার দোয়া

আরবিতে :- الیوم التّاسع : اَللّـهُمَّ اجْعَلْ لی فیهِ نَصیباً مِنْ رَحْمَتِکَ الْواسِعَةِ، وَاهْدِنی فیهِ لِبَراهینِکَ السّاطِعَةِ، وَخُذْ بِناصِیَتی اِلى مَرْضاتِکَ الْجامِعَةِ، بِمَحَبَّتِکَ یا اَمَلَ الْمُشْتاقینَ .

বাংলা: হে আল্লাহ; এদিনে আমাকে তোমার রহমতের অধিকারী কর । আমাকে পরিচালিত কর তোমার উজ্জ্বল প্রমাণের দিকে । হে আগ্রহীদের লক্ষ্যস্থল । তোমার ভালোবাসা ও মহব্বতের উসিলায় আমাকে তোমার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যাও।

১০ম রোজার দোয়া

আরবি :- الیوم العاشر : اَللّـهُمَّ اجْعَلْنی فیهِ مِنَ الْمُتَوَکِّلینَ عَلَیْکَ، وَاجْعَلْنی فیهِ مِنَ الْفائِزینَ لَدَیْکَ، وَاجْعَلْنی فیهِ مِنَ الْمُقَرَّبینَ اِلَیْکَ، بِاِحْسانِکَ یا غایَةَ الطّالِبینَ .

বাংলা: হে আল্লাহ; তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভুক্ত কর । তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে শামিল করো সফলকামদের মধ্যে এবং আমাকে তোমার নৈকট্যলাভকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও হে অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য।

পবিত্র মাহে রমজানে রহমতের ১০ দিনের আমল ও ফজিলত 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top