বাংলাদেশ সম্পর্কে ৫০ টি বাক্য ইংরেজিতে

বাংলাদেশ সম্পর্কে

আপনারা কি বাংলাদেশ সম্পর্কে ৫০ টি বাক্য ইংরেজিতে জানতে চান ? তাহলে আপনি সঠিক জায়গায় প্রবেশ করেছেন। এই গুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতেও এই বিষয়ে জিজ্ঞেশ করতে পারে। তাই এগুলো জানা জরুরি।আজকের এই পোস্টে আমরা বাংলাদেশ সম্পর্কে কিছু বাক্য আলোচনা করবো। পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার ২০২৪

বাংলাদেশ সম্পর্কে ২ টি বাক্য ইংরেজিতে

বাংলাদেশ সম্পর্কে টি বাক্য ইংরেজিতে শেয়ার করা হল:-

01. Bangladesh is called the land of thirteen hundred rivers. বাংলাদেশ কে বলা হয় তেরশত নদীর দেশ।

02. The colour of the national flag of Bangladesh is red in dark green. বাংলাদেশের জাতীয় পতাকার রং গারো সবুজের মধ্যে লাল।

বাংলাদেশ সম্পর্কে ৩ টি বাক্য ইংরেজিতে

বাংলাদেশ সম্পর্কে ৩ টি বাক্য ইংরেজিতে শেয়ার করা হল:-

03. Bangladesh is the eastern part of the rising Sun. সূর্য উঠার পূর্ব দেশ বাংলাদেশ।

04. The natural of Bangladesh is surrounded by greenery. বাংলাদেশের প্রকৃতি সবুজে ঘেরা।

05. Bangladesh is called the land of paddy. বাংলাদেশকে বলা হয় ধানের দেশ।


বাংলাদেশ সম্পর্কে ৫ টি বাক্য ইংরেজিতে

বাংলাদেশ সম্পর্কে ৫টি বাক্য ইংরেজিতে শেয়ার করা হল:-


06. Bangladesh is called the land of songs. বাংলাদেশকে বলা হয় গানের দেশ।

07. The rural nature of Bangladesh is very beautiful. বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি অনেক সুন্দর।

08. Bangladesh is the land of poets. বাংলাদেশকে বলা হয় কবির দেশ।

09. Bangladesh is the land of Heroes. বাংলাদেশকে বলা হয় বীরের দেশ।

10. Bangladesh is a country of Diverse six Seasons. বৈচিত্র্যময় ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ।

বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজীতে

বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে শেয়ার করা হল:-

11. Bangladesh is my native land. বাংলাদেশ আমার জন্মভূমি।

12. The national flower of Bangladesh is Shapla. বাংলাদেশের জাতীয় ফুল শাপলা।

13. Bangla is the national language of Bangladesh. বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা।

14. Bangladesh is an agricultural country. বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ।

15. Kazi Nazrul Islam is the national poet of Bangladesh. বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

16. People of Bangladesh are very simple. বাংলাদেশের মানুষ খুব সহজ সরল।

17. Dhaka is the capital of Bangladesh. বাংলাদেশের রাজধানী ঢাকা।

18. The climate of Bangladesh is temperate. বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ।

19. Bangladesh looks very beautiful. বাংলাদেশ দেখতে অনেক সুন্দর।

20. Bangladesh is a beautiful land of natural beauty. প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশে।

বাংলাদেশ সম্পর্কে ১৫ টি বাক্য ইংরেজিতে

বাংলাদেশ সম্পর্কে ১৫টি বাক্য ইংরেজিতে শেয়ার করা হল:-

21. The major religion in Bangladesh is Islam. বাংলাদেশের প্রধান ধর্ম হল ইসলাম।
22. Bangladesh become independent 26th March 1971. বাংলাদেশ স্বাধীন হয় ২৬ মার্চ ১৯৭১।
23. Total area of Bangladesh is 1,47,570 square kilometres. বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
24. The victory day of Bangladesh is 16th December 1971. বাংলাদেশের বিজয় দিবস 1971 সালের 16 ডিসেম্বর।

25. Bangladesh is a small and beautiful country in South Asia. বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট এবং সুন্দর দেশ।
26. Rural nature is very beautiful in this country. এদেশের গ্রামীণ প্রকৃতি খুবই সুন্দর।

27. Bangladesh is the eighth most populous country in the world. বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ।
28. Currency of Bangladesh is taka. বাংলাদেশের মুদ্রা টাকা।
29. National Anthem of Bangladesh is Amar Sonar Bangla which was composed by Rabindranath Tagore. বাংলাদেশের জাতীয় সঙ্গীত হল আমার সোনার বাংলা যা রচিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর।
30. The national flag of Bangladesh was adopted officially on 17th January 1972. বাংলাদেশের জাতীয় পতাকা 17 জানুয়ারী 1972 তারিখে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।
31. The national bird of Bangladesh is Magpie Robin. বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল।
32. The national animal of Bangladesh is Royal Bengal Tiger. বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার।

33. Bangladesh is located to the east of India and to the west of Myanmar. বাংলাদেশ ভারতের পূর্বে এবং মায়ানমারের পশ্চিমে অবস্থিত।
34. Bangladesh is a democratic country. বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ।
35. Father of Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman. বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশ সম্পর্কে ২০ টি বাক্য ইংরেজিতে

বাংলাদেশ সম্পর্কে ২০ টি বাক্য ইংরেজিতে শেয়ার করা হল:-


36. The main rivers of Bangladesh are Padma, Meghna, Yamuna, Brahmaputra, Ganga etc. বাংলাদেশের প্রধান নদী গুলো হল পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, গঙ্গা ইত্যাদি।
37. Sundarbans is one of the main tourist attractions of Bangladesh. বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ সুন্দরবন।
38. The main fruits of Bangladesh are mango, jackfruit, litchi, coconut, papaya etc. বাংলাদেশের প্রধান ফল হল আম, কাঁঠাল, লিচু, নারিকেল, পেঁপে ইত্যাদি।

39. Bangladesh and West Bengal used to be one United region before they are partitioned. বিভক্ত হওয়ার আগে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এক যুক্ত অঞ্চল ছিল।

40. The name of the highest mountain in Bangladesh is “Tajingdong”. বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড়ের নাম ”তাজিংডং”

41. Shapla is the national flower of Bangladesh. বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা।

42. Bangladesh is the only country in the world that has dedicated its life to language. বিশ্বে বাংলাদেশই একমাত্র দেশ যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে।

43. The clothes made in Bangladesh are very popular all over the world. বাংলাদেশের তৈরি পোশাক সারা বিশ্বে খুবই জনপ্রিয়।

44. Bangladesh’s popularity in the cricket world is sky high. ক্রিকেট বিশ্বে বাংলাদেশের জনপ্রিয়তা আকাশচুম্বী।

45. People of Bangladesh are very simple. বাংলাদেশের মানুষ খুবই সহজ সরল।

46. People of Bangladesh are very religious in nature. বাংলাদেশের মানুষ খুবই ধার্মিক প্রকৃতির।

47. Bangladesh has the largest beach in the world. বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত রয়েছে বাংলাদেশে।

48. Bangladesh is one of the countries of South Asia. বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ।

49. Sundarbans, the world’s greatest and largest mangrove forest, is located in the south of Bangladesh. সুন্দরবন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং বৃহত্তম ম্যানগ্রোভ বন, বাংলাদেশের দক্ষিণে অবস্থিত।

50. Jackfruit is the national fruit of Bangladesh. কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল।

51. People of different religions live in Bangladesh, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস।

52. Bangladesh is known for its vibrant and colorful culture. বাংলাদেশ তার প্রাণবন্ত এবং বর্ণিল সংস্কৃতির জন্য পরিচিত।

53. Bangladesh is prone to natural disasters like floods, cyclones, earthquakes. বাংলাদেশ বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে।

54. In recent the country has made significant progress in reducing poverty and improving access to education and healthcare. পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, গঙ্গা, কুশিয়ারা ইত্যাদি বাংলাদেশের প্রধান নদী গুলো হল।

55. Kabaddi is the national game of Bangladesh. বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি।

বাংলাদেশ সম্পর্কে ৫০ টি বাক্য ইংরেজিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top