নতুন মন্ত্রিসভার শপথ কাল, আসছে নতুন মুখ

নতুন মন্ত্রিসভার শপথ কাল, আসছে নতুন মুখ

নতুন মন্ত্রিসভার শপথ কাল, আসছে নতুন মুখ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের রেশ কাটতে না কাটতেই এবার মন্ত্রিসভায় কে আসছেন আর বাদ পড়ছেন এই আলোচনা আওয়ামী লীগে জোরালো ভাবে চলছে। এবার কয়েকজন নতুন মুখ নিয়ে নানা আলোচনা করছেন আওয়ামী লীগে নেতারা।

মন্ত্রিসভার শপথ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিনের মাথায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। এর আগে আজ বুধবার সকালে সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার বিজয়ী সংসদ সদস্যদের অর্থাৎ ২৯৮ জনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

একটি সূত্র থাকায় জানা গেছে , এবার শুধু আওয়ামী লীগেরই মন্ত্রিসভা হবে। ২০০৮ ও ২০১৪ সালের মতো জাতীয় পার্টি কিংবা ১৪ দলের শরিকদের কাউকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার কোনো সম্ভাবনা নেই।

এবার ৪৫ সদস্যের মন্ত্রিসভার মধ্যে অন্তত ১৫ জন বাদ পর্বায়ন। বয়স, নানা বিতর্ক ও অদক্ষতার দায়ে এসব মন্ত্রী-প্রতিমন্ত্রীকে বাদ দেওয়া হতে। যাদের মধ্যে টানা তিন মেয়াদে মন্ত্রিসভায় আছেন, এমন মন্ত্রী-প্রতিমন্ত্রীও বাদ পড়বেন। আবার দ্বাদশ জাতীয় নির্বাচনে মন্ত্রিসভার তিনজন সদস্য নির্বাচনে পরাজিত হয়েছেন এবং আরো তিনজন এবার দলের মনোনয়নই পাননি।

দ্বাদশ জাতীয় নির্বাচনে যে তিনজন প্রতিমন্ত্রী পরাজিত হয়েছেন, তাঁরা হলেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়েন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এবার মন্ত্রিসভায় একেবারে প্রথমবার সংসদ সদস্য হয়েছেন, এমন কয়েকজন থাকতে পারেন। এদের মধ্যে থেকে জয়ী একাধিক সাবেক আমলার নাম আলোচনায় আছে। তরুণ কয়েকজন সংসদ সদস্যও এবারের মন্ত্রিসভায় আসতে পারেন বলেও জানা গেছে।


বর্তমান মন্ত্রিসভায় থাকা দুই থেকে তিনজন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদোন্নতি হতে পারে বলেও জানা গেছে। সর্বশেষ মন্ত্রিসভায় প্রত্যন্ত অঞ্চল থেকে এবং কম পরিচিত অনেককে স্থান দিয়ে আলোচনার জন্ম দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও এমন দু-একটা চমক থাকতে পারে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে।

অতীতে মন্ত্রিসভায় স্থান পাননি বেশ কয়েকজন নেতা তিন থেকে চারবার সংসদ সদস্য হয়ছেন তাদের নিয়েও আলোচনা চলছে । এবার এমন তিন থেকে চারজনের নাম আলোচনায় আছে। এ ছাড়াও ২০০৮ ও ২০১৪ সালের মন্ত্রিসভায় ছিলেন এমন কয়েকজন সদস্যের ফিরে আসার সম্ভাবনা আছে বলে আলোচনা চলছে ।

আওয়ামী লীগ থেকে জানানো হয়েছে , এবার শুধু আওয়ামী লীগেরই মন্ত্রিসভা হবে। আগের মতো বিরোধী দলের কাউকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার হবে না । কারণ, প্রকৃত বিরোধী দল না থাকায় এই সিদ্দান্ত নেওয়া হয়েছে। তাই এ অবস্থায় আওয়ামী লীগের বাইরে থেকে আর কাউকে মন্ত্রিসভায় নিয়োগ দিলে সরকারবিরোধী পক্ষ বলে কিছুই থাকবে না।

সূত্র থেকে জানা যায় আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ পাঠ করানো হবে। তাই যাঁরা মন্ত্রিসভায় স্থান পাবেন, কাল সকাল থেকেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁদের ফোন করে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

গতকাল বিকেলে আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সঙ্গে মহানগর নেতাদের একটি বৈঠক ছিল। তেজগাঁও কার্যালয়ে সভার পর নতুন মন্ত্রিসভা গঠনের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কাকে নিয়ে সামনের পথ চলবেন, কী হবে তাঁর টিম এ বিষয়ে আগাম কিছু বলতে পারছি না। এটা একান্ত প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত।

আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে রাজনীতির চ্যালেঞ্জ সম্পন্ন হয়েছে। সামনে আরও বড় চ্যালেঞ্জ অর্থনীতির সংকট। এই সংকটের সময় দক্ষ ও যোগ্য মন্ত্রিসভা গঠন করতে না পারলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না । তাই দক্ষ ও যোগ্য মন্ত্রিসভা গঠন করা খুবই জরুরি। দলের নীতিনির্ধারকদের মাথায় নিশ্চয়ই বিষয়টি রাখতে হবে।


নাম প্রকাশ না করা আওয়ামী লীগের এক নেতা জানান, এবার অনেকে বাদ পড়তে পারেন এটা বোঝা যাচ্ছে। কিন্তু কারা আসবেন বা বাদ পড়বেন এটা সুদু মাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই জানেন।

এর আগে আজ শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে নির্বাচিত এমপিরা। বুধবার সকাল ১০টায় সংসদ ভবনের নিচতলার শপথ কক্ষে শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়।


শপথ পাঠ শেষে তাদের শপথের কাগজে নিজ নিজ আসনের নাম লিখে স্বাক্ষর করতে বলা হয় এবং পরে সংসদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নবনির্বাচিত এমপিরা স্পিকারের সামনে শপথ কাগজে নিজ নিজ আসনের নাম লিখে স্বাক্ষর করেন।

আরো পড়ুন :- শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে নির্বাচিত এমপিরা

নতুন মন্ত্রিসভার শপথ কাল, আসছে নতুন মুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top