গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ম,তারিখ ও মানবন্টন 2024

গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ম,তারিখ ও মানবন্টন ২০২৪

আপনারা গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ম,তারিখ ও মানবন্টন সম্পর্কে জানতে চান তাহলে আপনারা সঠিক জায়গায় ক্লিক করেছেন। আজকের এই আলোচনায় আমরা ভর্তি পরীক্ষার নিয়ম,তারিখ ও মানবন্টন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড

গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪

গত ২৬ ফেব্রুয়ারী গুছ ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে। ইতিমধ্যে গুছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ১১ই মে অনুষ্ঠিত হবে ব্যবসা শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা। এর পর যথারীতি ৪মে পরীক্ষা হবে মানবিক শাখার এবং আগামী ২৮ এপ্রিল হবে বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা।পিএসএল 2024 সময়সূচী, দল, ভেন্যু

গুচ্ছ পরীক্ষার রুটিন ২০২৪ নিচে দেওয়া হলো।

পরীক্ষার তারিখবিভাগসময়
১১ই মে ২০২৪ব্যবসা শিক্ষা সকাল ১১.০০ টা থেকে দুপুর ১২.০০ টা
৪মে ২০২৪মানবিকসকাল ১১.০০ টা থেকে দুপুর ১২.০০ টা
২৮ এপ্রিল ২০২৪বিজ্ঞান সকাল ১১.০০ টা থেকে দুপুর ১২.০০ টা
গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪

গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪

গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগ ও বিষয় অনুযায়ী ভর্তি পরীক্ষার মানবণ্টন বিস্তারিত আলোচনা করা হলো।

গুচ্ছ ক ইউনিট মানবন্টন ২০২৪

গুচ্ছ ক ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। এই ইউনিটে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, বাংলা এবং ইংরেজির উপর পরীক্ষা হয়ে থাকে। গণিত, জীববিজ্ঞান ছাড়া অন্য যেকোনো দুটি বিষয়ের উত্তর করতে হয়।

বিষয়ের নামনাম্বার
পদার্থ (আবশ্যিক)২৫
রসায়ন (আবশ্যিক)২৫
গণিত২৫
জীববিজ্ঞান২৫
বাংলা ২৫
ইংরেজি২৫
গুচ্ছ ক ইউনিট মানবন্টন ২০২৪

প্রতি বিষয়ে ২৫ নম্বর করে মোট ৪ বিষয়ে ১০০ মার্কের পরিক্ষা দিতে হবে।

গুচ্ছ বি ইউনিট মানবন্টন

গুচ্ছ বি ইউনিট হচ্ছে মানবিক বিভাগ। এই ইউনিটে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা হয়ে থাকে। নিচে এই ইউনিটের মানবণ্টন দাওয়া হলো :-

বিষয়ের নামনাম্বার
বাংলা৩৫
ইংরেজি ৩৫
সাধারণ জ্ঞান৩০
গুচ্ছ বি ইউনিট মানবন্টন

গুচ্ছ গ ইউনিট মানবন্টন

গুচ্ছ গ ইউনিট মানে ব্যবসা বিভাগ। এই বিভাগে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষা দিতে হয়। নিচে গুচ্ছ গ ইউনিট এর মানবণ্টন দাওয়া হলো।

বিষয়ের নামনাম্বার
বাংলা২৫
ইংরেজি২৫
হিসাববিজ্ঞান২৫
ব্যবস্থাপনা ২৫
গুচ্ছ গ ইউনিট মানবন্টন

গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্ক

গুচ্ছ পরীক্ষায় পাস মার্ক ধরা হয়েছে ৩০ অর্থাৎ শিক্ষার্থীকে পাস করতে হলে নূন্যতম ৩০ নম্বর পেতে হবে। গুচ্ছ পরীক্ষা মূলত MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। মোট ১০০টি MCQ উত্তর দিতে হয়। প্রতিটি ভুল উত্তরের জন্য অবশ্যই ০.২৫ নাম্বার কাটা যাবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ম

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে কিছু যোগ্যতার প্রয়োজন হয় সেই যোগ্যতা পূর্ণ থাকলে যে কোন শিক্ষার্থী গুচ্ছ পরীক্ষার অংশগ্রহণ করতে পারে। গুচ্ছ পরীক্ষায় যোগ্যতার জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএস সি এবং এইচএস সি তে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ (চতুর্থ বিষয়ে সহ) থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট নূন্যতম জিপিএ ৮ থাকতে হবে। এই নিয়ম সাধারণ শিক্ষা, বোর্ড মাদ্রাসা বোর্ড, বিজ্ঞান ও ভোকেশনাল (এইচএসসি) ক্ষেত্রে।

মানবিক বিভাগের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ (৪র্থ বিষয়ে সহ) থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট ৬.০০ (৪র্থ বিষয়ে সহ) থাকতে হবে।

বাণিজ্য বিভাগের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ (৪র্থ বিষয়সহ) থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট ন্যূনতম জিপিএ ৬.৫০ (৪র্থ বিষয়ে সহ) থাকতে হবে।

উপরে উল্লেখিত যোগ্যতা গুলো কোন শিক্ষার্থীর মধ্যে থাকলে সে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃক দেওয়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে হবে। আবেদন করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি নিদ্দিষ্ট সময়ে পরীক্ষা দেওয়ার মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।


গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৪

গুচ্ছ ক ইউনিট

পদার্থবিজ্ঞান:- পদার্থ বিজ্ঞানের সকল অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ হলেও কিছু কিছু অধ্যায় আছে যেগুলো অতি গুরুত্বপূর্ণ। সেসব অধ্যায়গুল সঠিকভাবে চর্চা করা খুবই দরকার। যেমন, সকল রাশির মাত্রা একক এবং সূত্র প্রয়োগে গাণিতিক অংশের সমাধান। গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, কাজ ক্ষমতা ও শক্তি এবং আদর্শ গ্যাস। দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা, স্থির ও চল তড়িৎ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি।

রসায়ন:- রসায়ন বিষয়ে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সকল চ্যাপ্টার চর্চা করতে হবে।

গণিত:- গণিতের ক্ষেত্রে সরলরেখা, বৃত্ত, অন্তরীকরণ, যোগীকরণ ভালোভাবে চর্চা করতে হবে। যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা নিষেধ, তাই ক্যালকুলেটর ছাড়া অংক গুলো চর্চা করা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে জটিল সংখ্যা ও কৌণিক থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এগুলো ভালোভাবে আয়ত্ত করা উচিত।

জীববিজ্ঞান:- ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে ভালো করতে হলে বেসিক লাইন গুলো ভালোভাবে মুখস্ত করতে হবে এবং বিভিন্ন পয়েন্ট গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে।

আইসিটি ;- গুচ্ছ বিশ্ববিদ্যালয় আইসিটি বিষয়ে প্রশ্ন সহজ হয়ে থাকে। তাই আইসিটি বিষয়ে উত্তর করা সবথেকে বুদ্ধিমানের কাজ।

গুচ্ছ বি ইউনিট

বাংলা:- বাংলায় গদ্য ও কবিতা অংশে বেশ কিছু প্রশ্ন আসে। সেক্ষেত্রে গদ্য ও কবিতার মূল বিষয় লেখক পরিচিতি ও লেখকের গুরুত্বপূর্ণ লেখাগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হবে। এছাড়াও ব্যাকরণ অংশে ভাষা, বাংলা ভাষা, ব্যাকরণ, শব্দ, কারক, সমাস, সন্ধি, বিভক্তি, বচন, বাক্য সংকোচন, বাগদ্বারা, উপসর্গ, অনুসর্গ বিষয়গুলো অনুশীলন করতে হবে।

ইংরেজি:- parts of speech, article, tense, voice, narration, correction, right from a verbs, translation, synonyms, antonyms, transformation of sentence, comparison ইত্যাদি বিষয়ে ভালো প্রস্তুতি নিতে হবে।

গুচ্ছ গ ইউনিট

হিসাববিজ্ঞান:- হিসাব বিজ্ঞানের সকল অধ্যায়ে ভালোভাবে পড়তে হবে। এর জন্য মূল বই পড়াটা অনেক গুরুত্বপূর্ণ।

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা:-ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা সকল অধ্যায়ে ভালোভাবে পড়তে হবে। এর জন্য মূল বই পড়াটা অনেক গুরুত্বপূর্ণ।

গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ম,তারিখ ও মানবন্টন 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top