ঢাকার বিভিন্ন আসনে খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা-২ আসনে পোস্টার ও ব্যানারে বিধি লঙ্ঘন করছেন প্রার্থীরা।আসছে ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা – ২ আসনের প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করছেন বিভিন্ন ধরনের পোস্টার এবং ব্যানার।
কিন্তু এ সব পোস্টারে মানা হচ্ছেনা কোনো ধরণের বিধি নিষেধ। কিছু কিছু জায়গায় দেওয়ালেও লাগানো হয়েছে পোস্টার।
প্রার্থী ও দলীয় প্রধানের বাইরে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ছবি। এমনও ব্যানার দেখা গেছে প্রার্থী ও দলীয় প্রধানের বাইরে আরো নয় জনের ছবি ব্যবহার করা হয়েছে।
ঢাকা-২ আসনে পোস্টার ও ব্যানারে বিধি লঙ্ঘন
জাতীয় নির্বাচনের আচরণ নীতিমালা অনুযায়ী রাজনৈতিক দল থেকে মনোনীত প্রার্থী ও দলীয় প্রধানের ছবি পোস্টার ও ব্যানার ব্যবহার করার কথা। কিন্তু ঢাকা ২ই আসনে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বিভিন্ন এলাকায় যেসব ব্যানার জুলানো হয়েছে তাতে আচরণবিধি মানা হয়নি।
নির্বাচনের আচরণ নীতিমালা অনুযায়ী ব্যানার বা পোস্টার হবে সাদা কালো রঙের দৈর্ঘ্য সর্বোচ্চ ৩ মিটার ও প্রস্থ এক মিটার কিন্তু এ আচরণ বিধি না মেনে নির্দিষ্ট আকারের চেয়ে কয়েক গুণ পোস্টার ঝুলানো হয়েছে।
অনেক জায়গায় বিশেষ করে রাজধানীর কামরাঙ্গীর চরে ব্যানারের মাপ নির্ধারিত আকারের চেয়ে বেশ বড় দেখা গেছে।
এবার ঢাকা-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কামরুল ইসলামকে। এই আসনে তিনি ছাড়াও আরো তিনজন প্রার্থী প্রতিযোগিতা করছেন। তারা হলেন জাতীয় পার্টির শাকিল আহমেদ লাঙ্গল মার্কায়, ইসলামী ঐক্য জোটের আশরাফ আলী মিনার মার্কায় ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের ট্রাক মার্কায়। এদের মধ্যে একজনের পোস্টার থাকলেও বাকী কারো পোস্টার নেই বললেই চলে।
রাজধানীর কামরাঙ্গীর চর কয়লারঘাট এলাকায় ৫৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি গোলাম মোর্শেদের সৌজন্যে টাঙ্গানো পোস্টারে নৌকার প্রার্থী কামরুল ইসলাম সহ যুবলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১১ জনের ছবি ব্যবহার করা হয়েছে।
এছাড়াও কামরাঙ্গীরচরের কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ প্রার্থী কামরুল ইসলামের পক্ষে নৌকায় ভোট চেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ছয়জনের ছবি ব্যবহার করতে দেখা গেছে। এই ব্যানারে ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হোসেনের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে।
ঢাকা-২ আসনে পোস্টার ও ব্যানারে বিধি লঙ্ঘনব্যাপারে কামরুল ইসলামের নির্বাচনী সমন্বয়ক সমর চন্দ্র ভৌমিক জানান, দলের নেতাকর্মীদের পোস্টার ও ব্যানার সম্পর্কে আচরণ নীতিমালা কঠোরভাবে মানতে বলা হয়েছে। ব্যক্তিগতভাবে কেউ রঙিন পোস্টার ব্যবহার করে বা অন্য কোন ভাবে আচরণবিধি ভেঙেছে কিনা এই বিষয়টি তারা খোঁজ নিয়ে দেখবেন।
আচরণবিধি অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন এলাকা, দালান, গাছ ,ভেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোন বস্তুতে পোস্টার লাগানো যায় না কিন্তু ঢাকা ২ আসনের কামরাঙ্গীরচরে বিভিন্ন স্থাপনায় নৌকার পোস্টার ব্যবহার করা হয়েছে।
ঢাকা-২ আসনে পোস্টার ও ব্যানারে বিধি লঙ্ঘন ব্যাপারে জানতে ঢাকা-২ সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুন নাহারের মুঠোফোনে কল করা হলে তিনি ধরেননি।
আরো পড়ুন:- নির্বাচনী প্রচারণায় ঝাড়ুর তাড়া খেলেন হুইপ সমগুল ও তার সমর্থকরা